সকাল সকাল ঘুম থেকে উঠে চা পান করছিলেন তরুণ। বরফে ঢাকা পাহাড়ে ট্রেক করছিলেন তিনি। তাঁবুর ‘দরজা’ খোলা রেখে মনোরম, শান্ত পরিবেশ উপভোগ করছিলেন তরুণ। হঠাৎ ভয়ে থমকে গেলেন তিনি। তাঁবুর সামনে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল বাঘ। গাছের আড়াল থেকে ধীর পায়ে তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডট্রেলস.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, তাঁবুর সামনে একটি বাঘ ঘোরাফেরা করছে। তাঁবুর ভিতরে বসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এক তরুণ। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তরুণের সাহসের প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ।
বরফে ঢাকা পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছেন এক তরুণ। তাঁবুর প্রবেশপথের সামনে বসে চা পান করছিলেন তিনি। হঠাৎ তিনি দেখলেন যে, তাঁবুর অদূরেই দাঁড়িয়ে রয়েছে একটি সাইবেরিয়ান টাইগার। গাছের আড়াল থেকে সে তাঁবুর দিকে এগিয়ে যেতে থাকে। তাঁবুর সামনে এসে ‘তল্লাশি’ চালিয়ে সেখান থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে চলে যায় বাঘটি। এই ভি়ডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘বাঘের এলাকায় ওই তরুণ অনাহূত অতিথি। তাই ভাল করে তল্লাশি চালিয়ে গেল সে।’’