জঙ্গলের মধ্যে হেলেদুলে ঘুরে বেড়াচ্ছিল একটি স্লথ বেয়ার। হঠাৎ তার পিঠে শুরু হল চুলকানি। কিন্তু কী ভাবে চুলকানি থেকে মুক্তি পাওয়া যাবে তা ঠাহর করতে পারছিল না বিশাল চতুষ্পদ। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল তার। একটি গাছের কাছে গিয়ে দু’পায়ে দাঁড়িয়ে পড়ল স্লথ বেয়ারটি। তার পর গাছের ডালের সঙ্গে বার বার নিজের পিঠ ঘষতে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রণথম্ভোরপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাছের ডাল ঘেঁষে দু’পায়ে দাঁড়িয়ে রয়েছে একটি স্লথ বেয়ার। গাছের ডালের সঙ্গে পিঠ ঘষে চলেছে সে।
পিঠ ঘষা থামিয়ে আবার জঙ্গলের মধ্যে পা ঘষে ঘষে হাঁটতে শুরু করল স্লথ বেয়ারটি। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে এই ঘটনাটি ঘটেছে। জঙ্গলে সাফারি করতে বেরিয়ে চতুষ্পদের এই কাণ্ডটি ক্যামেরাবন্দি করেছেন এক পর্যটক। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘চুলকানি কমিয়ে ফেলার সহজ উপায় জানা রয়েছে স্লথ বেয়ারের।’’