নিজের দেশের অস্ত্রকেই চিনতে ভুল করলেন পাকিস্তানের জনগণ। ভারত-পাক সংঘাতের সময় দু’পক্ষই আঘাত-পাল্টা আঘাত হেনেছিল। ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় পাকিস্তান। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছিল সেই প্রচেষ্টা। ভারতের উপর হামলা করতে আসা সেই ড্রোনেরই একটি পাল্টা আঘাতের ফলে পাকিস্তানের মাটিতেই ভেঙে পড়েছিল। আত্মঘাতী পাক ড্রোনের ধ্বংসাবশেষকে ভারতীয় ড্রোন ভেবে তার উপর আক্রোশ মেটাতে থাকেন পাক জনগণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানিরা তুরস্কের তৈরি কামিকাজে বা আত্মঘাতী ড্রোনটি ভারতের বলে মনে করে যথেচ্ছ ভাবে লাথি মারতে থাকলেন। মাঠে পড়ে থাকা ড্রোনটির ধ্বংসাবশেষটিকে ধরে উল্টে আছাড় মারলেন এক তরুণ। সঙ্গে সঙ্গে কয়েক জন তরুণ এসে সেই ড্রোনটির উপর পা দিয়ে আঘাত করতে শুরু করলেন। ভারতের অস্ত্র মনে করে মনের আনন্দে অকেজো ড্রোনটির উপর আক্রমণ চালাতে থাকলেন বিভ্রান্ত পাক জনতা।
আরও পড়ুন:
ভিডিয়ো দেখে ভারতীয় নেটাগরিকদের মধ্যে হাসির ঝড় উঠেছে। এক্স হ্যান্ডলে ‘ঘর কা কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে। মন্তব্যের ঝড় উঠেছে ভিডিয়োয়। মজার মজার মন্তব্য জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ভাবেই পাকিস্তান নিজেকে ধ্বংস করে দেবে। ভারতের হস্তক্ষেপ করারও প্রয়োজন হবে না।” অন্য এক জন মন্তব্য করেছেন, “এই কারণেই শিক্ষা এত গুরুত্বপূর্ণ।”