খাওয়াদাওয়া করবেন বলে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন বাড়ির মালিক। কিন্তু ডেলিভারির নির্দিষ্ট সময়ে বাড়িতে ছিলেন না তিনি। তাই উপায় না দেখে বাড়ির উঠোনে খাবারের সেই প্যাকেট রেখে চলে গিয়েছিলেন ডেলিভারি কর্মী। প্যাকেটের আসল মালিক নেই দেখে সেই সুযোগ নিল এক কাঠবিড়ালি। খাবার ‘চুরি’ করে ফ্রেঞ্চ ফ্রাই খেতে শুরু করল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘আর্থপাল্স১১১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে একটি কাঠবিড়ালি। দু’হাত দিয়ে এক টুকরো ফ্রেঞ্চ ফ্রাই ধরে রয়েছে সে। যত তাড়াতাড়ি সম্ভব, হাতের খাবার সাবাড় করছিল কাঠবিড়ালিটি।
উঠোনের উপর রাখা ছিল একটি খাবারের প্যাকেট। কিন্তু সেটি ছিল ছেঁড়া। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, খাবারের প্যাকেট ছিঁড়ে সেখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই বার করে খাচ্ছে সে। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে বেচারা কাঠবিড়ালিটি।’’