প্রকাশ্যে গুজরাতের বিমান দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো। বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি। বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বলে খবর। সেই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই সব ভিডিয়ো। তার মধ্যে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যে লোকালয়ে ভেঙে পড়ে বিমানটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পর লোকালয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বেশ নীচ দিয়ে উড়তে দেখা গিয়েছে সেটিকে। কিছুটা উড়ে যাওয়ার পরেই লোকালয়ের উপরেই ভেঙে পড়ে বিমানটি। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, আগুনের শিখা আকাশের অনেক উঁচু পর্যন্ত পৌঁছে যায়। ভয়ঙ্কর সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে একাধিক এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রাথমিক ভাবে খবর, এয়ার ইন্ডিয়ার বিমানে বহু যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অনেকগুলি ইঞ্জিন। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।