সুদূর বিস্তৃত জলাধার। সেটির এক পার ধরে পড়ে আছে অজস্র পাথরের চাঁই। সেখানে দাঁড়িয়ে রয়েছে গুটি কয়েক বিড়াল। তাদের মধ্যে একটি বিড়াল সেই জলাধার থেকে একটি মাছ ধরেছে। বিড়ালটি সেই মাছটিকে মুখে নিয়েই পাথর বেয়ে উপরে উঠে আসতে থাকল। টাটকা শিকারের স্বাদ নেওয়ার জন্য অপর এক বিড়াল এগিয়ে গেল। সুযোগ বুঝে সে শিকারি বিড়ালের মুখে থাকা মাছটিতে একটা কামড় বসিয়ে দিল। শুরু হল ‘লড়াই’। শিকারি বিড়ালটি তার করা শিকারকে অন্য কারও সঙ্গে ভাগ করতে নারাজ। ভাগ করলও না সে, অতি সহজেই মাছটিকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেলবিড়ালটি। তার মুখে থাকা মাছটি তখনও জ্যান্ত, নড়াচড়া করছে। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাধারের পারে পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে একদল বিড়াল। সেই দলেরই এক সদস্য জলাধারে গিয়েছে মাছ ধরতে। মাছটিকে ধরেওছে সে। কিন্তু ‘বন্ধু’দের সঙ্গে খাবার ভাগ করে খাবার ব্যাপারে এক ফোঁটাও আগ্রহী নয় সেই শিকারি বিড়াল। জ্যান্ত মাছটিকে মুখে নিয়ে পাথর ধরে উপরে উঠে আসতে গেল সে। ধরা পড়ল তারই দলের অন্য বিড়ালের কাছে। অপর বিড়ালটি গিয়ে শিকারি বিড়ালটির মাথায় একটা থাবার বাড়ি মারল। তার পর ঝাঁপিয়ে পড়ল সেই বিড়ালটির মুখে থাকা মাছটির উপর। অন্য দিকে মাছটির ছটফটানি আরও বেড়ে গেল। কিন্তু শিকারি বিড়ালও কিছু কম যায় না, সে কাউকে মারলও না, আবার নিজের করা শিকারকে মুখ থেকে ছাড়লও না। অপর বিড়ালটি গিয়ে সেই মাছে কামড় বসালেও ভাগে প্রায় কিছুই পেল না সে। শিকারি বিড়ালটি তার শিকার করা মাছ ছিনিয়ে নিয়ে চলে গেল। অপর বিড়ালেরা তাদের বন্ধুদের মধ্যে হওয়া লড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। এগিয়ে যাওয়ার আর সাহস পেল না। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নাজ়ো৩৪_৩৩’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় চোদ্দ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মজার মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।