খোলা মাঠের মধ্যে বসে রয়েছে একটি বুল ফ্রগ। মুখে তার খাবার। কিন্তু সেই খাবার কোনও সামান্য পোকামাকড় নয়। বুল ফ্রগটি মাঠের মধ্যে বসে বসে একটি ছোট্ট সাপকে গলাধঃকরণ করছে। ছোট্ট সাপটি ‘শত্রু’র ক্ষুধার কবল থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। ছোট্ট সাপটি অনবরত তার লেজটি নাড়িয়ে চলেছে। কিন্তু বুল ফ্রগটি নাছোড়বান্দা, সে সাপটিকে খেয়েই ছাড়বে। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা মাঠের মধ্যে বসে একটি বুল ফ্রগ একটি ছোট্ট সাপ খাচ্ছে। সাপটির মাথার দিক থেকে সেটিকে আস্তে আস্তে জীবিত অবস্থাতেই গিলে নিচ্ছে বুল ফ্রগটি। বাচ্চা সাপটি ‘মৃত্যুফাঁদ’ থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। কিন্তু বুল ফ্রগ তাকে ছাড়তে নারাজ। সাপটির অতিরিক্ত নড়াচড়ার কারণে খেতে অসুবিধা হওয়ায় বুল ফ্রগটি তাকে সামনের দু’পা দিয়ে ধরে নিল। তার পর আবার খেতে শুরু করল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ডেডটিজেডলি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় ১৪ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বন্য জীবনের অন্য রকম রূপ দেখে তাজ্জব নেটাগরিকেরা।