ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে তিনটি বিষধর সাপ। তাদের সামনে বসে খেলা দেখাচ্ছেন এক জন তরুণ। স্বয়ং সাপদের সামনেই হাঁটু ভাঁজ করে বসে সাপের ভঙ্গিমায় হাত নাড়িয়ে দেখাচ্ছেন তরুণ। সাপ তিনটিও মাথা তুলে তরুণের কীর্তি দেখে চলেছে। খেলা দেখানোর মাঝে তরুণের হঠাৎ ইচ্ছে হল মাঝের সাপটির গলা চেপে ধরার। সেইমতো হাতও বাড়ালেন তিনি। কিন্তু সাপটির ডান পাশে বসে থাকা ‘বন্ধু’ সাপের তরুণের এই আচরণ মনে ধরল না। সে লাফিয়ে গিয়ে তরুণের হাঁটুতে কামড় বসাল। তরুণ তৎক্ষণাৎ উঠে দাঁড়াল, সাপটিকে হাঁটু থেকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু সে তরুণের হাঁটু কামড়ে ধরে রাখল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে হাঁটু মুড়ে বসে রয়েছেন এক তরুণ। তাঁর সামনে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে তিনটে সাপ। সেই সাপেদের খেলা দেখাচ্ছেন তরুণ। সাপ তিনটিও মাথা নাড়াতে নাড়াতে তরুণের খেলা দেখে চলেছে। তরুণ সাপগুলিকে তাদেরই মতো করে হাত নাড়িয়ে দেখাচ্ছেন। সেই খেলা দেখানোর মাঝে তরুণের হঠাৎ মাঝে বসে থাকা সাপটির ফণার নীচের অংশ চেপে ধরার ইচ্ছে হল। হাত বাড়াতেই তরুণের উপর নেমে এল আক্রমণ। তরুণের সেই ‘দুঃসাহস’ পছন্দ হল না ডান দিকে বসে থাকা সাপটির। লাফিয়ে গিয়ে সাপটি কামড় বসাল তরুণের হাঁটুতে। সেই কামড় খেয়ে বসার জায়গা থেকে লাফিয়ে উঠে পড়ল তরুণ। কিন্তু সাপটি তখনও তরুণের হাঁটু কামড়ে রইল। তরুণ সেটিকে ছাড়ানোর চেষ্টা করতে থাকল, তবে পারল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘দ্যরিয়ালটারজ়ন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় ৮৬ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মজার মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। এক নেটাগরিক কমেন্ট করেছেন, মাঝের সাপটিকে বেশি পাত্তা দেওয়ায় ডান দিকের সাপটি রেগে গিয়েছে।