শুকনো নালায় দেখা দুই শত্রুর। একটি ব্যাঙের পিছু নিয়েছে একটি সাপ। সাপটিকে দেখেই ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা শুরু করল। সাপটিও কম যায় না, সে-ও গতির সঙ্গে একেবেঁকে চলতে চলতে ব্যাঙটির পিছনে আসতে লাগল। নালাটির কোনা ঘেঁষে ব্যাঙটি একটু বসল। সেই শান্ত মুহূর্তের সুযোগ নিয়ে সাপটি এসে খপ করে ব্যাঙটির মাথার কাছটা কামড়ে ধরল। ব্যাঙটিকে গলাধঃকরণ করার চেষ্টা করল সাপটি কিন্তু পারল না। ব্যাঙটি এক ঝটকায় নিজেকে সাপের মুখের ভিতর থেকে বার করে নিল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাঝ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শুকনো নালায় এক ব্যাঙের পিছু নিয়েছে এক সাপ। ব্যাঙটিকে ধরার জন্য উঠেপড়ে লেগেছে সে। ভয়ঙ্কর সরীসৃপটির থেকে বাঁচার জন্য প্রাণপণে লাফাতে লাফাতে আগে আগে চলতে লাগল ভেকটি। কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পর চুপ করে বসে পড়ল সে। দেখে মনে হল যেন হাঁপিয়ে গেছে। বসামাত্র সেই সুযোগে লম্বা সাপটি গিয়ে ব্যাঙটিকে চারিপাশ থেকে ঘিরে ধরল। তার পর সেটির ঘাড়ে একটা কামড় বসাল সে। ব্যাঙটি লাফিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল, তবে পারল না। সাপটি ব্যাঙটির পিছনের পা কামড়ে ধরল। তার পর আবার শত্রুর মাথায় কামড় বসাল সে। সাপটি ধীরে ধীরে ব্যাঙটিকে পুরো গিলে নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাঙটিও হার মেনে নিতে রাজি নয়। সুযোগ বুঝে ব্যাঙটি এক ঝটকা মেরে সাপটির মুখের ভিতর থেকে বেরিয়ে গেল। ভয়ঙ্কর সরীসৃপটি সেটা মেনে নিতে পারল না। তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেল, ব্যাঙটিকে আর ধরার চেষ্টা করল না। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘সর্পমিত্র_কেএম’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় ৬২ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।