আত্মীয়াকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন এক মহিলা। বাড়ি ফেরার পথে হঠাৎ খিদে পেয়ে যায় দু’জনের। রাস্তার ধারে ফুচকার একটি স্টল দেখে দাঁড়িয়ে পড়লেন তাঁরা। ফুচকা খেয়ে বাড়ি ফিরবেন বলে সিদ্ধান্ত নেন তাঁরা। আত্মীয়া তাঁর ভাগের ফুচকা শেষ করে অপেক্ষা করছিলেন। তখনও তাঁর পাশে দাঁড়িয়ে ফুচকা খেয়ে চলেছিলেন ওই মহিলা। কিন্তু ফুচকা খেতে গিয়েই অঘটন ঘটল তাঁর। মস্ত বড় ফুচকা মুখে পুরতে গিয়ে চোয়াল আটকে যায় তাঁর। কোনও ভাবেই আর স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছিলেন না তিনি।
ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মহিলাকে নিয়ে ফুচকার দোকান থেকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান তাঁর আত্মীয়া। সেখানকার চিকিৎসকেরা শত চেষ্টা করেও চোয়াল সোজা করতে পারলেন না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োগুলি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পুনীত পাণ্ডে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা তাঁর দু’গালে হাত দিয়ে বসে রয়েছেন। চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করতে ব্যস্ত রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের আউরইয়া জেলায় ঘটেছে। সেই মহিলার নাম ইনকিলা দেবী।
পরিবারের এক সদস্যকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন ইনকিলা। ফেরার পথে দু’জনেরই খিদে পেয়ে যায়। রাস্তার ধারে ফুচকার স্টল দেখে দাঁড়িয়ে পড়েন তাঁরা। ভাগের ফুচকা খাওয়া শেষ করে সেখানে ইনকিলার জন্য অপেক্ষা করছিলেন তাঁর আত্মীয়া। তখনও ফুচকা খাওয়া শেষ হয়নি ইনকিলার।
মুখের ভিতর মস্ত বড় একটি ফুচকা ভরতেই চোয়াল আটকে যায় তাঁর। কোনও ভাবেই আর চোয়াল ঠিক হচ্ছিল না ইনকিলার। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান ইনকিলার আত্মীয়া। সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করলেও সমস্যার সমাধান হয় না। তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।