এক হাতের মুঠোয় ধরে রয়েছেন একগুচ্ছ গোলাপ। এক হাতের তালুতে বিশ্রাম নিচ্ছে অন্য হাতের কনুই। এ ভাবেই পোজ় দিয়ে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় নেটপ্রভাবী এবং বলি অভিনেত্রী ঊর্ফী জাভেদ। কিন্তু এ কী! পাশ থেকে যে আরও এক জোড়া হাত বেরিয়ে এসেছে নায়িকার! তা হলে কি ঊর্ফীর অতিরিক্ত হাত গজাল? সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ঊর্ফীর এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে অবাক হয়ে গিয়েছে নেটপাড়া (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ভাইরালভয়ানী’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফুটপাতে ছবি তোলার জন্য হাতে গোলাপের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঊর্ফী। তাঁকে ঘিরে রয়েছেন ছবিশিকারিরা। কিন্তু ঊর্ফীর চারখানা হাত দেখা যাচ্ছে। আসলে, এ সম্পূর্ণই পোশাকের খেল।
অভিনব পোশাক পরে চমক দেখাতে পটু ঊর্ফী। সম্প্রতি একটি কালো পোশাক পরেছেন তিনি। তা দেখতে অনেকটা ম্যানিকুইন পুতুলের মতো। এক হাতের উপর অন্য হাতের কনুই ধরা। সেই হাতের মুঠোয় ধরা গোলাপের তোড়া।
আরও পড়ুন:
সেই পোশাক পরেই পোজ় দিতে ব্যস্ত ঊর্ফী। পোশাকে দু’টি নকল হাত লাগানো রয়েছে যা এক নজরে দেখলে মনে হচ্ছে ঊর্ফীরই হাত। এই পোশাক দেখে ঊর্ফীর প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘এমন অদ্ভুত পোশাক পরে ঊর্ফীই সামাল দিতে পারেন।’’