পরনে সুন্দর সাদা ড্রেস। রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছিলেন এক তরুণী। হঠাৎ হাতে লাঠি নিয়ে মাঝরাস্তায় একটি গাড়ির বনেটে উঠে দাঁড়িয়ে পড়েন তিনি। তার পর লাঠি দিয়ে আঘাত করে গাড়ি ভাঙচুর করতে শুরু করেন। বিপদ বুঝে গাড়ি চালাতে শুরু করে দেন চালক। সামলাতে না পেরে বনেটের উপর শুয়ে পড়েন তরুণী। সেই গাড়ি থেকে নেমে যাওয়ার পর আরও রেগে যান তিনি।
আরও পড়ুন:
রাস্তাঘাটে দাঁড় করানো গাড়িগুলির কাচ ভাঙতে শুরু করেন তিনি। এমনকি, চলন্ত গাড়ির ছাদে উঠেও গাড়িটির ক্ষতি করার চেষ্টা করেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী কখনও মাঝরাস্তায় গাড়ির বনেটে উঠে, কখনও আবার গাড়ির ছাদে দাঁড়িয়ে গাড়ি ভাঙচুর করছেন।
এই ঘটনাটি জুন মাসে চিনের হেনান প্রদেশে ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছোয়। তরুণীর পরিবারকেও খবর পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী মানসিক ভাবে অসুস্থ। তরুণীর পরিবার ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।