মাঝরাতে ফাঁকা রাস্তায় বাইকে চেপে ‘স্টান্ট’ দেখাবেন তরুণের দল। সঙ্গ দেবেন তাঁদের এক বান্ধবী। বাইক চালানোর সময় কেরামতি করার রিল বানাবেন তাঁরা। কিন্তু রিল বানাতে গিয়েই ঘটল অঘটন। সামনের চাকা শূন্যে তুলে বাইক চালাচ্ছিলেন এক তরুণ। তাঁর কোমর জড়িয়ে পিছনের আসনে বসেছিলেন বান্ধবী। কিন্তু বাইকের চাকা রাস্তায় নামাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়লেন দু’জনে। তাঁদের বাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলেন অন্য বাইকে থাকা দুই তরুণও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রিল বানানোর জন্য বাইক নিয়ে রাস্তায় নেমেছিল ওই দল। বাইক চালিয়ে বিভিন্ন রকম কেরামতি দেখিয়ে রিল বানানোর শখ জেগেছিল তাঁদের। মাঝরাতে তাই ফাঁকা রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা। এক তরুণ বাইক চালাতে চালাতে সামনের চাকাটি শূন্যে তুলে দিলেন। তাঁর কোমর জড়িয়ে বাইকের পিছনে বসেছিলেন এক তরুণী। বাইকটি এতটাই খাড়া হয়ে ছিল যে, তরুণীর পিঠ প্রায় রাস্তায় ঠেকে যাচ্ছিল। পরে বাইকটি সোজা করতে গিয়ে বিপাকে পড়েন তরুণ।
নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দু’জনে। বাইক থেকে পড়ে রাস্তায় অনেকখানি গড়িয়ে যান তাঁরা। সময় মতো ব্রেক কষতে না পেরে তাঁদের বন্ধুরাও ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে যান। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
তবে, তরুণের দলের কাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটপা়ড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণ প্রজন্মের মধ্যে রিল বানানোর নেশা প্রবল মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। এ যে কতটা ক্ষতিকর তা বোঝার ক্ষমতা নেই তাঁদের। ভয়ঙ্কর কিছু ঘটলে তবেই টের পান। বরাতজোরে সকলে প্রাণে বেঁচেছেন। পুলিশের কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’