সাপের সঙ্গে খেলা! তা-ও যে সে সাপ নয়, পেল্লায় অজগর। আর সেই ভয়ঙ্কর সাপকেই খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে একটি শিশু। টানাটানি করছে অজগরটিকে ধরে! গড়াগড়ি খাচ্ছে বিশাল সাপটির পিঠে শুয়ে। গলা ধরে আদরও করছে। শিশুটির চোখেমুখে ভয়ডরের লেশমাত্র নেই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশাল অজগরের গায়ের উপর শুয়ে রয়েছে একরত্তি শিশু। ৪ কি ৫ বছর বয়স হবে তার। তবে চোখে ভয়ের লেশমাত্র নেই। ছুটে গিয়ে হাত দিয়ে অজগরের মুখ, গলা জড়িয়ে ধরে আদরও করতে থাকে শিশুটি। খেলা করতে থাকে অজগরের সঙ্গে। ভয়ঙ্কর সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘৪_মোটিভেশন._’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন আঁতকে উঠে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। কী ভাবে সকলের নজর এড়িয়ে অজগরের সঙ্গে শিশুটি খেলল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার কেউ কেউ শিশুটির বাবা-মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! শিশুটি বুঝতেও পারছে না কোন ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে খেলায় মেতেছে সে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হে ঈশ্বর! শিশুটির বাবা-মা কোথায়? অভিভাবকেরা এত দায়িত্বজ্ঞানহীন হন কী করে?’’