তার বিরুদ্ধে শপিং মলের একটি দোকানে চুরির অভিযোগ তুলেছিলেন কয়েক জন। দোকান থেকে বেরিয়ে তাঁদের মধ্যে দু’জনকে খুঁজে বার করে চুলের মুঠি ধরে মার দিল এক বালিকা। তার পর হাসতে হাসতে বেরিয়ে গেল মল ছেড়ে। ভাবখানা এমন, যেন কিছুই হয়নি। সম্প্রতি চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শপিং মলে স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছিল এক বছর আট-দশেকের বালিকা। তার হাতে একটি ব্যাগ। হঠাৎ একদল তরুণীকে দেখে আবার উপরে উঠে যায় সে। এর পর ওই তরুণীদের দিকে এগিয়ে গিয়ে দু’জনের চুলের মুঠি টেনে ধরে তাঁদের মারধর করে। বাকিরা সঙ্গে সঙ্গে তাঁকে থামাতে উদ্যত হন। বাধা পেয়ে ওই বালিকা দুই তরুণীর চুলের মুঠি ছেড়ে দেয়। দৌড়ে গিয়ে আবার স্বয়ংক্রিয় সিঁড়িতে চড়ে। হাসতে হাসতে নীচে নেমে যায় সে। বালিকার কাণ্ড দেখে মলে উপস্থিত অনেকেই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই তরুণী ওই বালিকার বিরুদ্ধে একটি দোকানে চুরির অভিযোগ এনেছিল। কিন্তু সিসিক্যামেরা খতিয়ে দেখে নাকি চুরির প্রমাণ মেলেনি। এর পরেই দোকান থেকে বেরিয়ে ওই দুই তরুণীকে দেখে তেড়ে যায় বালিকা।
সেই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টি’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। ভিডিয়ো দেখে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই বয়সেই এত রাগ, এত মারমূর্তি ভাব! বড় হয়ে কী করবে তা হলে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘নিঃসন্দেহে খারাপ ঘটনা। তবে প্রমাণ ছাড়া ওই বালিকাকেও চোর বলে দাগিয়ে দেওয়া উচিত হয়নি।’’