Advertisement
E-Paper

পুরুষ বন্ধুর থেকে অদ্ভুত প্রস্তাব! চমকে গিয়ে রাগে ফেটে পড়লেন তরুণী, ‘বন্ধু নামের কলঙ্ক’ বলল নেটপাড়া

তরুণীর পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়েছে। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই পোস্ট। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৩:৪০
Woman shares how she got Bizarre proposal from her male friend, shares experience in Social media

ছবি: এক্স থেকে নেওয়া।

যাঁকে ভাল বন্ধু হিসাবে ভেবেছিলেন, তাঁর থেকেই পেলেন অদ্ভুত প্রস্তাব। আর সেই প্রস্তাব পেতেই চমকে গেলেন তরুণী। কিন্তু কী সেই প্রস্তাব? সমাজমাধ্যমে অভিজ্ঞতা ভাগ করে নিয়ে পোস্ট করেছেন ওই তরুণী নিজেউ। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই পোস্ট। যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

তরুণী জানিয়েছেন, তাঁর এক পুরুষ বন্ধুর কাছ থেকে মুখমৈথুনের দেওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। ‘মোকা’ নামের এক্স হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করে ওই তরুণী জানিয়েছেন, সম্প্রতি এক পুরুষ বন্ধুর কাছ থেকে অযাচিত এবং অত্যন্ত অনুপযুক্ত প্রস্তাব পেয়েছেন তিনি। তরুণীর দাবি, তাঁকে মেসেজ করে মুখমৈথুনের প্রস্তাব দিয়েছেন তাঁর ওই পুরুষ বন্ধু। বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। কী ভাবে এক জন বন্ধু স্থানীয় তাঁকে এই ধরনের প্রস্তাব দিতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তরুণী এক্স হ্যান্ডলে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, ওই বন্ধু তাঁকে লিখেছেন, ‘‘তুমি কি আজ এসে আমাকে মুখমৈথুন দিতে পারো? আমি খুবই উত্তেজিত আজকে।’’

তরুণীর সেই পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়েছে। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই পোস্ট। লাইক এবং কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। নেটাগরিকদের একাংশ বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই আবার তরুণীর বন্ধুর কর্মকাণ্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। পোস্টটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ রকম বন্ধু থাকার থেকে না থাকা ভাল। এরা কিছুতেই বন্ধু হয় না। মানুষকে ব্যবহার করে জীবন থেকে ছুড়ে ফেলে দেয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বন্ধু নামের কলঙ্ক।’’

Bizarre Bizarre Incident Social Media proposal Friend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy