বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। ছবি তোলার সময় নববর-বধূকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছবি তোলার জন্য তুবড়ি-বন্দুক ফাটাতে গিয়ে বিপত্তিতে পড়েছেন কনে। ফল ভুগতে হয়েছে পাত্রকেও। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদখোলা গাড়িতে করে বিয়ে করতে আসছেন পাত্র এবং পাত্রী। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। দু’জনের হাতেই তুবড়ি-বন্দুক। চিত্রগ্রাহকের কথায় একসঙ্গে সেই বন্দুকের ট্রিগারে চাপ দেন তাঁরা। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বিপত্তি ঘটে। বরের বন্দুক থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করলেও, কনের বন্দুকে আগুন ধরে সেটি নষ্ট হয়ে যায়। আগুনের ফুলকি ছিটকে এসে পড়ে বরের পাগড়িতে। দাউদাউ করে আগুন লেগে যায় পাগড়িতে। তবে সে দিকে হুঁশ ছিল না পাত্রের। নিজের তুবড়ি-বন্দুকের দিকে মন ছিল তাঁর। বিষয়টি কয়েক জন আত্মীয়ের নজরে পড়ে। বরকে সাবধান করেন তাঁরা। তড়িঘড়ি বরের মাথা থেকে জ্বলন্ত পাগড়ি ফেলে দেওয়া হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ পাগলামি ছাড়া আর কিছু নয়। ছবি তোলার জন্য কেউ এ রকম করে?’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘মুহূর্তগুলি স্মরণীয় করতে গিয়ে বর নিজেই স্মৃতি হয়ে যাচ্ছিল।’’