Advertisement
E-Paper

বন্যায় মৃত মায়ের দেহ জল থেকে তোলার চেষ্টা! খুদেকে সাহায্য না করে ক্যামেরাবন্দি করলেন স্থানীয়েরা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্যার জলে মায়ের দেহ টেনে টেনে আনছে এক খুদে। ছোট্ট হাতে মায়ের মৃতদেহ টানতে যথেষ্ট কষ্ট হচ্ছে তার। একনাগাড়ে কেঁদে চলেছে। সাহায্য চাইছে। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২
Video shows instead of helping people capturing child as he tries to take out mother’s dead body from water

ছবি: এক্স থেকে নেওয়া।

বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে মায়ের। সেই দেহ জল থেকে তুলে আনার মরিয়া চেষ্টা করছে খুদে। কিন্তু পারছে না। মায়ের দেহ ধরে কেঁদে চলেছে অঝোরে। শিশুটিকে সাহায্য করার বদলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন স্থানীয়েরা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্যার জলে মায়ের দেহ টেনে টেনে আনছে এক খুদে। ছোট্ট হাতে মায়ের মৃতদেহ টানতে যথেষ্ট কষ্ট হচ্ছে তার। একনাগাড়ে কেঁদে চলেছে সে। সাহায্য চাইছে। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। বরং শিশুটির অসহায়তা ক্যামেরাবন্দি করছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি পাকিস্তানের এবং বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে ওই মহিলার।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সলমন খান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পাকিস্তানিদের থেকে আর কী মানবিকতা আশা করা যায়? শিশুটির জন্য খারাপ লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘শিশুটিকে সাহায্য না করে তার অসহায়তা ক্যামেরাবন্দি করতে লজ্জা করল না?’’ তবে ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Pakistan flood Mother Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy