সৌদি আরবের বিনোদন পার্কে নাগরদোলা জাতীয় একটি যন্ত্র ভেঙে বিপত্তি। আহত কমপক্ষে ২৩ জন। বৃহস্পতিবার সৌদি আরবে তইফের একটি বিনোদন পার্কে ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে খবর। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম খালিজ় টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার তইফের আল হাদা এলাকার ‘গ্রিন মাউন্টেন’ বিনোদন পার্কে ঘটনাটি ঘটেছে। ‘৩৬০ ডিগ্রি’ নামে পরিচিত নাগরদোলা জাতীয় ওই জয়রাইডের খুঁটি চলন্ত অবস্থায় হঠাৎ ভেঙে পড়ে। ছিটকে যান ওই জয়রাইডে থাকা মানুষজন। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিনোদন পার্কে একটি জয়রাইডে চেপেছেন বেশ কয়েক জন যুবক-যুবতী। চলন্ত অবস্থায় হঠাৎ করেই নাগরদোলা জাতীয় ওই যন্ত্রের খুঁটি মাঝখান থেকে ভেঙে যায়। ছিটকে পড়েন সওয়ারিরা। জানা গিয়েছে, ওই ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ভেঙে পড়া কাঠামোটিও ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। ওই জয়রাইড ভেঙে পড়়ার কারণ খতিয়ে দেখতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
সৌদি আরবের বিনোদন পার্কে জয়রাইড ভেঙে পড়ার ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এরিয়েল ওসেরান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা।