নির্মীয়মাণ বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন জনা কয়েক কর্মী। হঠাৎ সেখানে পৌঁছোল দু’টি সিংহ। একটি সিংহ নীচে ঘোরাফেরা করলেও অন্যটি সটান ছাদে উঠে পড়ে। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কও তৈরি হয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োটি কৃত্রিম মেধা বা এআই দিয়ে তৈরি। আবার অনেকে দাবি করছেন সত্যিই সেই ঘটনা ঘটেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে কয়েক জন শ্রমিক ঘুমোচ্ছেন। এমন সময় দু’টি সিংহকে ওই বাড়ির নীচে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছু ক্ষণ ঘোরাফেরার পর একটি সিংহ সটান বাড়িটির ছাদে পৌঁছে যায়। এক জন যুবক শ্রমিকের গায়ের গন্ধ শুঁকতে শুরু করে ভয়ঙ্কর প্রাণীটি। তখনই টনক নড়ে ওই শ্রমিকের। প্রাণপণে দৌড়তে শুরু করেন তিনি। কিন্তু সিংহটি সেখানেই দাঁড়িয়ে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আনন্দ বীর সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে দাবি করা হয়েছে, গুজরাতের আমরেলি জেলার ধারি এলাকার নির্মীয়মাণ একটি ভবনে ঘটনাটি ঘটেছে। আবার পোস্টটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োটি আদৌ সত্যি নয়। কৃত্রিম মেধা বা এআই দিয়ে বানানো হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচইও পড়েছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! এ ভাবে সিংহের হাত থেকে বেঁচে যাওয়া মুখের কথা নয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অবিশ্বাস্য ঘটনা। মনে হচ্ছে ভিডিয়োটি এআই দিয়ে বানানো।’’