সেতুর স্তম্ভে উঠে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন তরুণী। ‘হিরো’র মতো এসে উদ্ধার করলেন যুবক। হাত দিয়ে টেনে রাখলেন ঝুলন্ত তরুণীকে। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরের পাটনওয়া সেতুতে। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর উপর থাকা একটি সেতুর স্তম্ভে বসে রয়েছেন এক তরুণী। নদীতেই ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এমন সময় বিষয়টি এক যুবকের নজরে পড়ে। সন্তর্পণে সেতুর উপর থেকে নীচের স্তম্ভে নামেন তিনি। তাঁকে দেখে তড়িঘড়ি ঝাঁপ দিতে যান তরুণী। কিন্তু মোক্ষম সময়ে তরুণীর হাত ধরে নেন যুবক। সেতু থেকে ঝুলতে থাকা তরুণীর হাত শক্ত করে ধরে রাখেন তিনি। এমন সময় স্থানীয় আরও কয়েক জন মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশও আসে। তরুণীকে উপরে তুলে আনা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, কিছু কুসংস্কারের জন্য ওই পদক্ষেপ করতে যাচ্ছিলেন তরুণী। রামপুর কারখানা পুলিশ ইতিমধ্যেই তাঁকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বলেও খবর।
আরও পড়ুন:
ওই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অনুরাগ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘একদম হিরোর মতো এসে তরুণীর প্রাণ বাঁচাল। যুবকের সাহসকে কুর্নিশ জানাচ্ছি।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘সব সময়ের মতো এ বারও পুলিশ সব হয়ে যাওয়ার পরে পৌঁছেছে।’’