সরকারি বাসভবনে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্তা। মোক্ষম সময়ে এসে ধরে ফেললেন স্ত্রী। সরকারি বাসভবনেই আটকে রাখলেন স্বামী এবং স্বামীর প্রেমিকাকে। অনেক চিৎকার-চেঁচামেচি করলেও দরজা খোলেননি তিনি। হৈহট্টগোলে ভিড় জমে যায় সরকারি বাসভবনের কাছে। চাঞ্চল্যকর তেমনই একট ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার মাঝিয়াওয়ানে। জানা গিয়েছে, উচ্চপদস্থ ওই প্রশাসনিক কর্তার নাম প্রমোদ কুমার। পেশায় সার্কল অফিসার প্রমোদ, স্ত্রীর অনুপস্থিতিতে গত শনিবার প্রেমিকাকে বাসভবনে নিয়ে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর স্ত্রী শ্যামা রানি সেখানে উপস্থিত হন। হাতেনাতে ধরেন স্বামী এবং তাঁর প্রেমিকাকে। প্রমোদ এবং তাঁর প্রেমিকাকে ঘরের মধ্যে আটকে রাখেন শ্যামা। স্বামী অনেক চিৎকার করলেও তিনি দরজা খোলেননি। পরে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতিও করেন প্রমোদ। কিন্তু লাভ হয়নি।
আরও পড়ুন:
অন্য দিকে, হট্টগোল শুনে প্রমোদের বাড়ির সামনে ভিড় জমান স্থানীয়েরা। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মাঝিয়াওয়ান থানার পুলিশ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন প্রমোদ। কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। প্রমোদের সরকারি বাসভবনের ভিতর থেকে তাঁর প্রেমিকাকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও খবর। সেই ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শশাঙ্ক শেখর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখে বিরক্তিও প্রকাশ করেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘সমাজমাধ্যম খুললেই শুধু পরকীয়ার ঘটনা নজরে পড়ে! বিরক্তিকর।’’