জঙ্গলের মধ্যে একটি ফাঁকা জায়গা দেখে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন জনা কয়েক পর্যটক। গাড়ির মাঝখানে জানলার ধারে বসেছিলেন এক তরুণী। হঠাৎ আগমন হল ভয়ঙ্কর এক সিংহীর! তবে আক্রমণ করল না সে। মুখে করে আনা শাবককে আস্তে আস্তে তরুণীর কোলে নামিয়ে দিল হিংস্র প্রাণীটি। অবাক হয়ে গেলেন পর্যটকেরা। তার পর? তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি খোলামেলা জায়গায় দাঁড়িয়ে রয়েছে পর্যটকদের একটি গাড়ি। মাঝের আসনে জানলার ধারে বসে গল্প করছেন এক তরুণী। এমন সময় হঠাৎই সেখানে এসে পৌঁছোয় একটি সিংহী। শাবককে মুখে করে ধরে রেখেছে সে। গাড়ির কাছে এসে পর্যটকদের ভাল ভাবে দেখতে থাকে। এর পরই ঘটায় অদ্ভুত এক ঘটনা। ধীরে ধীরে জানলা দিয়ে গাড়ির ভিতরে মুখ বাড়িয়ে নিজের শাবককে ওই তরুণীর কোলে রেখে দেয়। এর পর এ দিক-ও দিক দেখে সেখান থেকে চলে যাওয়ার প্রস্ততি নেয়। অবাক হয়ে যান পর্যটকেরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্মার্ট অ্যানিম্যালস’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমার এই ভিডিয়ো দেখে একটুও বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে কৃত্রিম মেধার সাহায্যে তৈরি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুব ভাল লাগল। কিন্তু খুব অদ্ভুত লাগছে।’’