গোখরো বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ। এর বিষে নিউরোটক্সিন থাকে। গোখরোর কামড়ে হৃৎস্পন্দন থেমে যেতে পারে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হতে পারে। আর শীতে আগুন পোহাতে পোহাতে সেই গোখরোর সঙ্গেই ‘গল্প’ করতে দেখা গেল এক যুবককে। একদম সামনে বসে বিষাক্ত সরীসৃপটির সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। গোখরো অবশ্য ফণা তুলেই ছিল পুরোটা সময়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় বসে আগুন পোহাচ্ছেন এক যুবক। তাঁর গায়ে শীতের পোশাক। যুবকের ঠিক পাশেই ফণা তুলে বসে রয়েছে একটি গোখরো। তার দিকে তাকিয়ে নাগাড়ে কথা বলেছেন যুবক। গল্প করছেন সাপটির সঙ্গে। সাপটিও কালো ফণা দুলিয়ে ফোঁস ফোঁস করছে। দেখে মনে হচ্ছে যেন সে-ও আগুন পোহাতে পোহাতে যুবকের কথায় সাড়া দিচ্ছে। গোখরোর দিকে তাকিয়ে যুবককে এ-ও বলতে শোনা গিয়েছে, ‘‘তোর কোনও অসুবিধা হচ্ছে না তো? ভাল করে আগুন পোহা।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘ফ্রিপ্রেস জার্নাল’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘যুবক কি মদ্যপ ছিলেন? সাপের সঙ্গে মজা করার ফল ভাল হয় না, সে আবার যদি হয় বিষাক্ত গোখরো।’’