Advertisement
E-Paper

মদ্যপ অবস্থায় হোটেলে তরুণী কর্মীকে জোর করে জড়িয়ে ধরে চুমু! ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে ব্যবসায়ীর পুত্র

অভিযুক্ত যুবকের নাম আমন আগরওয়াল। ঝাঁসির এক খ্যাতনামী গয়না ব্যবসায়ীর পুত্র তিনি। খবর, সম্প্রতি মদ্যপ অবস্থায় দুই তরুণীকে সঙ্গে নিয়ে ঝাঁসির একটি জনপ্রিয় হোটেলে গিয়েছিলেন আমন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৪:০৬
Video shows son of Jhansi businessman doing inappropriate behaviour with hotel receptionist, police arrest him

ব্যবসায়ীপুত্রের কুকীর্তি প্রকাশ্যে। ছবি: এক্স থেকে নেওয়া।

হোটেল রিসেপশনিস্টকে জোর করে বাহুলগ্ন করে চুমু! অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ঝাঁসির এক নামজাদা ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে। তরুণী রিসেপশনিস্টের অভিযোগের পর ওই ব্যবসায়ীপুত্রকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের তরুণীকে জোর করে চুমু খাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম আমন আগরওয়াল। ঝাঁসির এক খ্যাতনামী গয়না ব্যবসায়ীর পুত্র তিনি। খবর, সম্প্রতি মদ্যপ অবস্থায় দুই তরুণীকে সঙ্গে নিয়ে ঝাঁসির একটি জনপ্রিয় হোটেলে গিয়েছিলেন আমন। সেখানে গিয়ে তিনি প্রথমে হোটেলের তরুণী রিসেপশনিস্টের সঙ্গে কথা বলেন। এর পর লিফ্‌টে ওঠার আগে তরুণীর গালে হঠাৎই চুমু খান। এর পর আবার ফিরে আসেন। হোটেলের তরুণী রিসেপশনিস্টকে জড়িয়ে ধরে আবার চুমু খান তিনি। অস্বস্তিতে পড়ে যান তরুণী। পুরো ঘটনাটি হোটেলের লবির সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ওই ঘটনার পর আমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীপুত্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে এক্স হ্যান্ডলে পোস্ট করে ঝাঁসি পুলিশ জানিয়েছে।

তরুণী রিসেপশনিস্টের সঙ্গে ব্যবসায়ীপুত্রের দুর্ব্যবহারের ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সাংবাদিক সচিন গুপ্তের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োটি দেখে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। বিতর্ক তৈরি হয়েছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Jhansi Jhansi Station police Jewelry Businessman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy