Advertisement
E-Paper

‘শাহরুখকে চেনেন’? সুদানে অপহৃত ভারতীয় যুবককে প্রশ্ন বিদ্রোহী আধাসেনার, চলল কটাক্ষও! ভাইরাল ভিডিয়োয় হইচই

কর্মসূত্রে ২০২২ সাল থেকে সুদানে রয়েছেন ভারতীয় যুবক। সেখানে আল ফাশির শহরের একটি প্লাস্টিক কারখানায় কাজ করছিলেন। স্ত্রী সুস্মিতা এবং দুই সন্তান থাকেন ওড়িশায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৫:২৭
Video shows Sudan Rebels asking kidnapped Indian man that whether he knows Shah Rukh Khan or not

ছবি: এক্স থেকে নেওয়া।

শাহরুখ খানকে চেনেন? সুদানে ভারতীয় যুবককে অপহরণের পর তেমনটাই প্রশ্ন করেন সুদানের বিদ্রোহীরা। পাশাপাশি, কটাক্ষও করা হয় ওই যুবককে। তেমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী। সুদানে বিদ্রোহী গোষ্ঠীর হাতে অপহৃত ওই ভারতীয় যুবকের নাম আদর্শ বেহরা। ওড়িশার জগৎসিংহপুর জেলার বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, ৩৬ বছর বয়সি আদর্শকে সুদানের রাজধানী খার্তুম থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত আল ফাশির শহর থেকে অপহরণ করে সুদানের বিদ্রোহী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এর পর তাঁকে আরএসএফের শক্ত ঘাঁটি নায়লায় নিয়ে যাওয়া হয়। আদর্শকে অপহরণ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। হইচইও ফেলেছে ভিডিয়োগুলি।

এর মধ্যে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই আরএসএফ সদস্যের মাঝখানে বসে রয়েছেন আদর্শ। তখনই তাঁকে এক বিদ্রোহী প্রশ্ন করেন, ‘‘আপনি কি শাহরুখ খানকে চেনেন?’’ এর পর ওই বিদ্রোহীরা নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করেন। এর পর অন্য একটি ভিডিয়োয় আবার সাহায্যের জন্য আবেদন করতে দেখা গিয়েছে আদর্শকে। তৃতীয় একটি ভিডিয়োয় আদর্শকে বিভিন্ন ভাবে কটাক্ষ করতে দেখা যায় বিদ্রোহীদের। যদিও সেই সব ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

আদর্শের মুক্তির জন্য কূটনৈতিক এবং ‘অন্যান্য’ পর্যায়ে আলোচনা চলছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, কর্মসূত্রে ২০২২ সাল থেকে সুদানে রয়েছেন আদর্শ। সেখানে আল ফাশির শহরের একটি প্লাস্টিক কারখানায় কাজ করছিলেন। স্ত্রী সুস্মিতা এবং দুই সন্তান থাকেন ওড়িশাতেই। স্বাভাবিক ভাবেই আদর্শকে নিয়ে উদ্বেগে দিন কাটছে তাঁদের।

ঘটনা প্রসঙ্গে ভারতে নিযুক্ত সুদানের রাষ্ট্রদূত মহম্মদ আবদুল্লাহ আলি এলতোম বলেন, ‘‘আল ফাশিরে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। শহরের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা অবশ্যই আশা করি যে ওই যুবকের কোনও ক্ষতি হবে না। আমরা জানি আমাদের কী করতে হবে। আশা করি যুবককে শীঘ্রই নিরাপদে ফিরিয়ে আনা হবে।’’

প্রসঙ্গত, গৃহযুদ্ধে বিধস্ত সুদান। গত আড়াই বছর ধরে সুদানের সেনাপ্রধান আবদেল ফাতা আল-বুরহান এবং আধাসেনা প্রধান মহম্মদ হামদান ডাগলোর বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সম্প্রতি আল ফাশির শহরের দখল ঘিরে দুই বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়েছে। ওই শহরেই কর্মরত ছিলেন অপহৃত ভারতীয় নাগরিক আদর্শ।

Viral Video Sudan Sudan Para Military rebels Indian Man kidnapped Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy