মঞ্চ পরিবেশনা নিখুঁত করতে এবং দর্শকের মনোরঞ্জনের জন্য তারকারা, বিশেষ করে গায়কেরা প্রায়শই তাঁদের নাচ এবং গানে বৈচিত্র যোগ করতে পছন্দ করেন। এই বৈচিত্রকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তাইওয়ানের সুপারস্টার জোলিন সাই সত্যিই অনন্য কিছু করেছেন। মঞ্চে গান গাওয়ার সময় একটি বিশাল সাপের উপর নাচ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর পারফর্ম করছেন তাইওয়ানের পপতারকা জোলিন। কিন্তু তিনি যখন মঞ্চে আসেন তখন দর্শকের মধ্যে হইচই পড়ে। দেখা যায়, জোলিন মঞ্চে প্রবেশ করেছেন বিশাল একটি সাপের মাথায় নাচ করতে করতে। আর সাপটিও এঁকেবেঁকে সামনের দিকে এগিয়ে আসছে। প্রাথমিক ভাবে দেখলে মনে হবে, সাপটি আসল। কিন্তু ভাল করে দেখেলে বোঝা যাবে, সেটি সাপের মতো দেখতে একটি যান্ত্রিক কাঠামো। আর সেই বিশাল সাপের মাথায় দাঁড়িয়ে জোলিন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অনুষ্ঠানটি জোলিনের বিশ্বের বিভিন্ন জায়গায় সফরের অংশ ছিল। গত ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত তাইপেইতে অনুষ্ঠানটি হয়েছিল। গায়িকার প্রায় ৪০ হাজার ভক্ত জড়ো হয়েছিলেন অনুষ্ঠানটি দেখতে। সেখানেই ৩০ মিটার লম্বা যান্ত্রিক সাপের মাথায় চড়ে নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করে দর্শককে তাক লাগিয়ে দেন তিনি।
আরও পড়ুন:
যান্ত্রিক সাপের মাথায় চড়ে জোলিনের মঞ্চে প্রবেশের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শামা পারভিন’ নামের এক্স হ্যান্ডল থেকে। জোলিন নিজেও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাপ রে! কী ভয়ঙ্কর এবং বিশাল সাপের কাঠামো। আমি তো প্রথমে সাপটিকে সত্যি বলে মনে করেছিলাম।’’