জন্মদিন যে কোনও মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে অন্যতম। কেক কেটে, আতশবাজি ফাটিয়ে এবং আনন্দ করে দিনটি উদ্যাপন করেন অনেকেই। অনেকের কাছে জন্মদিন আবার প্রিয়জনদের সঙ্গে একত্রিত হওয়ার দিন। বন্ধুদের কাছ থেকে উপহার পাওয়ার দিন। কিন্তু জন্মদিন পালনের সময় এক যুবককে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খালি গায়ে হাফ প্যান্ট পরে জন্মদিন পালন করছেন এক যুবক। তাঁর এক হাতে একটি কেক ধরা রয়েছে। কেকের মাঝখানে মোমবাতি জ্বলছে। আনন্দে গা দোলাচ্ছেন তিনি। এর মাঝে কেক ধরে মাইক্রোওয়েভ থেকে খাবার বার করতে যান তিনি। তখনই বিপত্তি বাধে। দুম করে ফেটে যায় যুবকের হাতে থাকা কেক। ঘরময় কেকের টুকরো ছড়িয়ে যায়। কেক লাগে যুবকের মুখে, গায়েও। চিৎকার করে সরে যান যুবক। এর পর সোজা সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দেন।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফক্সনিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর! কেকও এ ভাবে ফাটে? যুবক কেমন আছেন কে জানে?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ সব নজরে আসার চেষ্টা। নিজেই কেকের মধ্যে বোমা ঢুকিয়ে রেখেছিল।’’