Advertisement
E-Paper

জলের তলায় দু’মিনিট ধরে ‘ফ্রেঞ্চ কিস’, প্রেমের সাগরে ওরকা যুগল! প্রকাশ্যে খুনি তিমির ‘আদরের’ ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নরওয়ের কেভেনিংগেন ফজর্ডসে ঘটেছে। জলের তলায় দু’টি ওরকাকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দীর্ঘ ক্ষণ চুমু খেতে দেখেন বিজ্ঞানীরা। প্রায় দু’মিনিট ধরে চলে তাদের ‘আদর’!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ০৯:১০
Video shows two orcas kissing each other under water

—প্রতীকী ছবি।

মনে করা হয় সকল চুম্বনশৈলীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফরাসি চুম্বন বা ‘ফ্রেঞ্চ কিস’। কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী যে চুম্বন নজর কেড়েছে, তা মানুষের নয়। জলজ এক জোড়া প্রাণীর। দীর্ঘ ক্ষণ একে অপরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেয়ে নজির গড়েছে এক জোড়া ওরকা। ওরকা পরিচিত ‘খুনি তিমি’ বা ‘কিলার হোয়েল’ নামেও। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় পরস্পরকে চুম্বন করতে দেখা গিয়েছে ওই প্রাণীযুগলক‌ে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ঘটনাটি প্রাণিবিজ্ঞানীদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নরওয়ের কেভেনিংগেন ফজর্ডসে ঘটেছে। জলের তলায় দু’টি ওরকাকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দীর্ঘ ক্ষণ চুমু খেতে দেখেন বিজ্ঞানীরা। প্রায় দু’মিনিট ধরে চলে তাদের ‘আদর’! জলজ প্রাণী দু’টিকে একে অপরের জিহ্বা স্পর্শ করতে এবং কামড়াতেও নাকি দেখেছেন বিজ্ঞানীরা। দুই ওরকার চুম্বনের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সায়েন্স অ্যালার্ট এক্সটারনাল সোর্স’ নামের ইউটিউব চ্যানেল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অন্য দিকে বিশেষজ্ঞদের দাবি, ওরকাদের মধ্যে এ ভাবে চুম্বনের ঘটনা অস্বাভাবিক। এর আগে কখনও সেই ঘটনা নজরে পড়েনি বিজ্ঞানীদের। পুরো বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয়েছে ইতিমধ্যেই।

সামুদ্রিক জীববিজ্ঞানী হাভিয়ের আলমুনিয়া এবং তাঁর দলের অনুমান, নিজেদের মধ্যে বন্ধন জোরদার করা বা একে অপরের কাছে খাবারের অনুরোধের জন্যও তেমনটা করতে পারে ওই দুই ওরকা। যদিও এখনও নিশ্চিত ভাবে তাঁরা কিছু বলতে পারেননি। উল্লেখ্য, ওরকারা তাদের মেধার জন্য বিখ্যাত।

Viral Video Whale Orca Kissing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy