Advertisement
১০ অক্টোবর ২০২৪
Viral Video

স্বপ্নের কলেজে সুযোগ পেয়েছে ‘হৃদয়ের টুকরো’, আবেগে কেঁদে ভাসালেন বাবা

প্রেক্ষার পোস্ট করা বাবার কান্নার ভিডিয়ো ইতিমধ্যেই ৮০ লক্ষ মানুষ দেখেছেন। প্রায় ১০ লক্ষ মানুষ এই পোস্ট লাইকও করেছেন।

প্রেক্ষার বাবার আবেগঘন সেই মুহূর্ত।

প্রেক্ষার বাবার আবেগঘন সেই মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১১:০০
Share: Save:

স্বপ্নের কলেজে পড়াশুনার সুযোগ পেয়েছে মেয়ে। মেয়েকে কলেজে ভর্তি করতে এসে কলেজ চত্বর ঘুরে দেখার সময় আনন্দে কেঁদে ভাসালেন বাবা। মেয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আনতেই আবেগে ভাসল নেটমাধ্যম।

কলেজে ভর্তি হওয়া ওই মেয়ের নাম প্রেক্ষা। ইনস্টাগ্রামে বাবার আবেগঘন মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে প্রেক্ষা লিখেছেন, ‘‘আমার বাবা-মা আমাকে দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস কলেজে ছাড়তে এসেছিল। এটা আমাদের স্বপ্নের কলেজ ছিল। কলেজের প্রথম দিন ছিল তাই আমরা কলেজ চত্বর ঘুরে দেখছিলাম। হঠাৎ দেখি যে, আমার বাবার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে।’’

ইনস্টাগ্রামে তিনি আরও লেখেন, ‘‘বাবা এতটাই খুশি ছিল যে আনন্দে কেঁদে ফেলেছিল। বাবার ‘হৃদয়ের টুকরো’ তার থেকে অনেক দূরে থাকবে ভেবেও বাবার কান্না বেরিয়ে আসে। আমি যে সমস্ত ত্যাগ স্বীকার করেছি, সমস্ত কঠোর পরিশ্রম করেছি তা শুধু এই দিন দেখার জন্য। আমি শুধু বলতে পারি যে, বাবা-মার হাসিমুখ এবং ঝলমলে চোখ দেখার জন্য আমি সব করতে পারি।’’

প্রেক্ষার পোস্ট করা এই ভিডিয়ো ইতিমধ্যেই ৮০ লক্ষ মানুষ দেখেছেন। প্রায় ১০ লক্ষ মানুষ এই পোস্ট লাইকও করেছেন।

সেই তালিকায় রয়েছে বেশ কিছু তারকাও। ‘মিসম্যাচড’ এবং ‘বিক্রম বেধা’ খ্যাত রোহিত শরফ এবং অভিনেতা আয়ুষ মেহরা-সহ অভিনেতারা পোস্টটিতে নিজেদের মতামত জানিয়েছেন। রোহিত লিখেছেন, ‘‘এটি সমাজমাধ্যমের সেরা ভিডিয়ো। আমার অত্যন্ত ভাল লেগেছে। প্রেক্ষাকে অভিনন্দন!!’’

‘নেটফ্লিক্স ইন্ডিয়া’র অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও এই ভিডিয়োতে মন্তব্য করা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE