লোকাল ট্রেনের একটি কামরার মেঝেতে বসে রয়েছেন বেশ কয়েক জন যাত্রী। হঠাৎই মারপিট শুরু হল এক তরুণ এবং এক প্রৌঢ়ের মধ্যে। তরুণ-প্রৌঢ়ের মারামারি যখন তুঙ্গে, তখন ‘যুদ্ধে’ যোগ দিলেন এক বৃদ্ধও। প্রৌঢ়ের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। বৃদ্ধও মারতে শুরু করলেন তরুণকে। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ে ঠাসা ট্রেনের কামরার মেঝেয় বসে রয়েছেন বেশ কয়েক জন যাত্রী। হঠাৎই তাঁদের মধ্যে এক তরুণ এবং এক প্রৌঢ় উঠে দাঁড়িয়ে ঝগড়া করতে শুরু করেন। বাগ্বিতণ্ডা শীঘ্রই পরিণত হয় হাতাহাতিতে। একে অপরকে কিল-চড়-ঘুষি মারতে শুরু করেন তাঁরা। এমন সময় তাঁদের মারপিটে যোগ দেন এক বৃদ্ধ যাত্রী। প্রৌঢ়ের সঙ্গে জুটি বেঁধে তিনিও পেটাতে শুরু করেন তরুণকে। তরুণও কম যান না। তিনিও পাল্টা হাত-পা চালাতে থাকেন। তবে সহযাত্রীদের মধ্যস্থতায় রণে ভঙ্গ দেন তাঁরা। যদিও বাগ্বিতণ্ডা আরও কিছু ক্ষণ চলতে থাকে।
আরও পড়ুন:
‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে মঙ্গলবার ওই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকেই আবার ট্রেনের মধ্যে এই ধরনের আচরণের কড়া নিন্দা করেছেন।