Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Viral Video

শুরু দুই ছাত্রীর চুলোচুলি থেকে, ধীরে ধীরে মারপিটে জড়াল ক্লাসের সব ছাত্র! রণক্ষেত্র নয়ডার ক্লাসরুম

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমের মধ্যে দুই ছাত্রীর মধ্যে তুমুল মারপিট চলছে। এক জন অন্য জনকে ছুটে এসে লাথি মারছেন। চলছে হাতাহাতি।

Viral Video of Greater Noida classroom

রণক্ষেত্র ক্লাসরুম! ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৪ ১২:১৫
Share: Save:

প্রথমে লড়াই করছিলেন দুই ছাত্রী! তাঁদের আটকাতে এসে হাতাহাতি শুরু হয় দুই ছাত্রের মধ্যে। এর পর একে একে সকলেই জড়িয়ে পড়লেন লড়াইয়ে। নিমেষে ‘রণক্ষেত্রে’ পরিণত হয়ে গেল পুরো ক্লাসরুম। সংবাদমাধ্যম ‘এনবিটি উত্তরপ্রদেশ’-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেটার নয়ডার নলেজ পার্ক এলাকার একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্লাসরুমের মধ্যে দুই ছাত্রীর মধ্যে তুমুল মারপিট চলছে। এক জন অন্য জনকে ছুটে এসে লাথি মারছে। চলছে হাতাহাতি। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্র দু’জনের লড়াই থামানোর চেষ্টা করলে অন্য এক ছাত্র আবার তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এর পর ধীরে ধীরে সেই লড়াইয়ে জড়িয়ে পড়ে ক্লাসরুমের প্রায় সকলেই । চলতে থাকে এলোপাথাড়ি চড়-লাথি-ঘুষি। কেউ কেউ আবার বেঞ্চ থেকে লাফ মেরে সেই মারপিটে যোগ দেয়। দেখতে দেখতে পুরো ক্লাসরুম পরিণত হয়ে যায় ‘যুদ্ধক্ষেত্রে’। এর পর কয়েক জনের হস্তক্ষেপে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আসে। পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখে ওই ক্লাসরুমেরই অন্য এক পড়ুয়া। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের মারপিটের খবর ছড়িয়ে পড়লে পুরো স্কুল চত্বরে হইচই পড়ে। এর পর শিক্ষকেরা ওই ক্লাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে খবর। উল্লেখ্য, ভাইরাল ওই ভিডিয়োটি সমাজমাধ্যম ব্যবহারকারীদেরও নজর কেড়েছে। অনেকেই পড়ুয়াদের বিশৃঙ্খল আচরণের নিন্দা করে সরব হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE