ট্রেন থেকে নামতে মরিয়া চেষ্টা যুবকের। ছবি: এক্স (সাবেক টুইটার)।
মুম্বইয়ের ভিড় ট্রেন। স্টেশনে আসতেই প্ল্যাটফর্মে নামার চেষ্টা করলেন এক যুবক। এক বার, দু’বার, তিন বার— ব্যর্থ হলেন। শেষমেশ খানিকটা ‘যুদ্ধ’ করে ট্রেন থেকে নামলেন তিনি। তবে ‘যুদ্ধক্ষেত্রে’ আহতও হলেন। একেবারে হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মের উপর পড়ে গেলেন ওই যুবক। এমনই এক ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেন প্ল্যাটফর্মে আসতেই এক যুবক সেই ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ট্রেনে ওঠার জন্য যাত্রীদের পাল্টা চাপে বার বার চেষ্টা করেও নামতে পারছিলেন না তিনি। শেষটায় বাধ্য হয়ে রণং দেহি মূর্তি ধারণ করে হাত-পা ছুড়ে ট্রেন থেকে নামার চেষ্টা করেন। সফলও হন। তবে নামার সময় হোঁচট খেয়ে মুখ থুবড়ে প্ল্যাটফর্মে পড়ে যান। তার পর গা-হাত-পা ঝে়ড়ে গন্তব্যের দিকে পা বাড়ান।
সমাজমাধ্যম এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা এই ছবিটি ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষ দেখেছেন। নানা রকম মন্তব্যও করা হয়েছে ভিডিয়োটি নিয়ে। এক সমাজমাধ্যম ব্যবহারকারীর মন্তব্য, ‘‘মুম্বইয়ে যুগ যুগ ধরে এমনটা হয়ে আসছে। সম্ভবত এমন একটা দিনও নেই, যে দিন মুম্বই লোকালে এই ধরনের ঘটনা ঘটে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy