মেঘালয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়ে প্রথমে নিখোঁজ পরে খাদের নীচ থেকে দেহ উদ্ধার ইনদওরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর। সেই খুনের মামলায় রাজার স্ত্রী সোনম রঘুবংশী উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করেছেন। ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আগে থেকেই রাজ সিংহ কুশওয়াহা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনমের। সমাজমাধ্যমে একটি বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দাবি উঠেছে রাজার সঙ্গে এই বিয়েতে খুশি ছিলেন না সোনম। অন্য দিকে রাজার পরিবারের এক আত্মীয়া একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সেখানে দেখা গিয়েছে এই বিয়ে নিয়ে বর ও তাঁর পরিবার কতটা উচ্ছ্বসিত ছিলেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
রাজার এক বোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে প্রতিটি অনুষ্ঠানে হাসিমুখে ক্যামেরার দিকে পোজ় দিয়ে গিয়েছেন রাজা। বিয়ের আনন্দ ও খুশি ঝরে পড়ছিল তার চোখেমুখে। ভিডিয়োর জন্য বোনের সমস্ত আবদার মেনে নানা রকম পোশাক পরে সেজেগুজে ভিডিয়ো তুলতে দেখা গিয়েছে তাঁকে। গায়েহলুদ অনুষ্ঠানে ক্রিমরঙা শেরওয়ানি ও নকশাদার জ্যাকেট পরে বোনের সঙ্গে ছবি তুলেছেন। বিয়ে করতে যাওয়ার সময় রাজার পরনে ছিল অফ হোয়াইট শেরোয়ানি, মাথায় সাদা ও মেরুন রঙের পাগড়ি এবং একই রঙের ওড়না। তাঁকে বিয়ে করতে যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছিলেন বোনই। ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার সময়ও তাঁর আনন্দের অভিব্যক্তি ধরা পড়েছে ক্যামেরায়। তাঁর আত্মীয়েরা ধারণাও করতে পারেননি এই আনন্দের মুহূর্তগুলিই রাজার সঙ্গে কাটানো শেষ মুহূর্ত।
‘শ্রাস্তি রঘুবংশ’ নামের ইনস্টা অ্যাকাউন্ট থেকে দাদার বিয়ের ভিডিয়ো পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন রাজার বোন। ভিডিয়োটি ৬ দিন আগে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেছেন। ৪ লক্ষের বেশি লাইক পড়েছে ভিডিয়োয়। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।