বাড়ির দরজা থেকে বেরিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। তাঁকে শিঙের ধাক্কায় গুঁতিয়ে গুঁতিয়ে মাটিতে ফেলে পিষে দিল এক পথভ্রষ্ট ষাঁড়। ঘটনাটি দিল্লির ছত্তরপুরের। ৩ জুন বাড়ি থেকে বেরোতেই রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রাণীটি অতর্কিতে হামলা চালায়। সেই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সমাজমাধ্যমের পাতায় প্রকাশিত হতেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ষাঁড় ধেয়ে এল বৃদ্ধের দিকে। ষাঁড়ের ধাক্কায় মাটিতে পড়ে গেলেন তিনি। তার পর তাঁর শরীরের উপর উঠে ষাঁড়টি দাপাদাপি চালাল। শিং দিয়ে ষাঁড়টি বৃদ্ধকে রাস্তায় ঘষটাতে ঘষটাতে কিছু দূর টেনে নিয়ে গেল। দেখা গিয়েছে ষাঁড়টি বৃদ্ধকে মাটিতে ফেলে পা এবং শিং দিয়ে ক্রমাগত গুঁতো মারতে থাকল। ক্রমাগত মুখে-বুকে আঘাত করে গেল। আর যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাতে থাকলেন ওই বৃদ্ধ। ষাঁড়ের কবল থেকে বাঁচার জন্য চিৎকার করে সাহায্য চাইলেন তিনি। বৃদ্ধের আর্তি শুনে বাড়ির ভিতর থেকে কয়েক জন ছুটে এলেন, সঙ্গে চলে আসে দু’টি কুকুরও।
খ্যাপা ষাঁড়টির আক্রমণাত্মক রূপ দেখে ভয়ে এগোতে সাহস করে উঠতে পারলেন না তাঁরা। কুকুরগুলি তেড়ে গেল ও দুই তরুণী বৃদ্ধকে উদ্ধার করার চেষ্টা করতেই প্রাণীটি শিং উঁচিয়ে মারমুখী হয়ে উঠল। দুই তরুণী ভয়ে পিছু হটে গেলেন। সবুজ সালোয়ার-কামিজ পরা এক মহিলা ষাঁড়টিকে হাত উঁচিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই তাঁকে গুঁতিয়ে ফেলে দিল প্রাণীটি। জনা কয়েক ব্যক্তি লাঠি নিয়ে তেড়ে গেলেন ষাঁড়টির দিকে। তাতেই রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল সেটি। ‘ঘর কা কলেশ’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে শিউরে উঠেছে নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘বিপদ যে কখন কোথা থেকে এসে উপস্থিত হবে তা কেউ জানে না।’’