Advertisement
E-Paper

চেহারা হতে হবে নোরা ফতেহির মতো, অভুক্ত স্ত্রীকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করালেন শিক্ষক! উঠল অন্য অভিযোগও

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল। তিনি গাজ়িয়াবাদের একটি সরকারি স্কুলের শারীরশিক্ষার শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১২:৩২
Woman claims that Govt Teacher husband forced her to workout to look like actress Nora Fatehi

—ফাইল ছবি।

শরীরী গঠন এবং রূপ নোরা ফতেহির মতো করতে স্ত্রীকে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা জোর করে ব্যায়াম করান। বিশেষ কিছু খেতে দেন না। যৌতুকের জন্য দিনরাত নির্যাতন করেন স্ত্রীর উপর। তেমনটাই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের এক সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন ওই শিক্ষকেরই স্ত্রী। স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল। তিনি গাজ়িয়াবাদের একটি সরকারি স্কুলের শারীরশিক্ষার শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয় তাঁর। অভিযোগ, স্ত্রীকে যাতে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মতো দেখতে লাগে সেই জন্য প্রতি দিন তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করতেন শিবম। স্ত্রী রাজি না হলে তাঁকে অভুক্ত রাখতেন দিনের পর দিন। যৌতুক চাইতেন। কথায় কথায় কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে অভিনেত্রীর মতো সুন্দর।

শিবমের স্ত্রী এ-ও অভিযোগ করেছেন যে, তাঁর স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত। নিয়মিত পর্ন ছবি এবং ভিডিয়ো দেখেন। তিনি আপত্তি করলেই নাকি নির্যাতন করেন। মহিলার দাবি, বিয়েতে তাঁর পরিবার ৭০ লক্ষ টাকারও বেশি খরচ করেছে। সোনার গয়না, একটি স্করপিও গাড়ি এবং নগদ ১০ লক্ষ টাকা তুলে দিয়েছে স্বামীর পরিবারের হাতে। তা সত্ত্বেও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর উপর যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। শিবমের স্ত্রীর আরও অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাপের বাড়ি ফিরে এসেছিলেন। গত ২৬ জুলাই যখন তিনি শ্বশুরবাড়ি যান, তখন তাঁকে আর ঢুকতে দেওয়া হয়নি। উল্টে ভিডিয়ো কলের মাধ্যমে তাঁকে এবং তাঁর পরিবারকে গালিগালাজ করা হয় বলেও দাবি করেছেন ওই বধূ। এর পরেই শিবম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন তিনি।

মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে তা গুরুতর। পদক্ষেপ করার আগে পুরো বিষয়টি যাচাই করে দেখা হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

Uttar Pradesh Nora Fatehi School Teacher Uttar Pradesh News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy