Advertisement
E-Paper

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ মহিলার! দেখতে পেয়ে জরুরি ব্রেক কষে প্রাণ বাঁচালেন চালক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের পটনা শহরে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক মহিলা। দেখতে পেয়ে দ্রুত পদক্ষেপ করেন ট্রেনের চালক। জরুরি ব্রেক প্রয়োগ করে ট্রেন থামিয়ে দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:২৩
Woman Jumps in Front of Train, loco pilot saves her by applying emergency brake

ছবি: এক্স থেকে নেওয়া।

দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেন। চলন্ত সেই ট্রেনের সামনে ঝাঁপালেন এক মহিলা। তবে মারা যাননি তিনি। চালকের উপস্থিত বুদ্ধির জোরে রক্ষা পেয়েছেন তিনি। তেমনটাই উঠে এসেছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের পটনা শহরে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন এক মহিলা। দেখতে পেয়ে দ্রুত পদক্ষেপ করেন ট্রেনের চালক। জরুরি ব্রেক প্রয়োগ করে ট্রেন থামিয়ে দেন তিনি। বেঁচে যান ওই মহিলা। এর পর কয়েক জন যাত্রী জোর করে মহিলাকে ট্রেনের তলা থেকে বার করে আনেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের ইঞ্জিনের নীচে লাইনে শুয়ে রয়েছেন এক মাঝবয়সি মহিলা। তাঁকে উদ্ধার করতে অনেকের ভি়ড় জমে গিয়েছে। ট্রেন থেকে কয়েক জন যাত্রী নেমে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। এর পর টেনে বার করে আনা হয় মহিলাকে। যদিও তাঁকে দেখে মনে হচ্ছিল যে ট্রেনের তলা থেকে বেরিয়ে আসার কোনও ইচ্ছা তাঁর নেই। এক প্রকার জোর করে বার করে আনা হয় তাঁকে।

ভাইরাল সেই ভিডিয়োটি ‘দীপ্তি শর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। ভিডিয়ো দেখে অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমন উদ্বেগও প্রকাশ করেছেন কেউ কেউ। একই সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধির প্রশাংসাতেও পঞ্চমুখ হতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চালক জরুরি ব্রেক কষায় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এমন পরিস্থিতিতে ট্রেন দুর্ঘটনার আশঙ্কা সবসময় থাকে। এ ক্ষেত্রে এফআইআর দায়ের করা উচিত।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জীবন অমূল্য। তার পরেও মানুষ তা শেষ করতে চায়!”

Viral Video train patna Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy