অফিসের কাজ পড়ে রয়েছে বিস্তর। এ দিকে বাইরেও বেরোতে হবে তরুণীকে। তাই হাতে ল্যাপটপ নিয়েই বেরিয়ে পড়লেন তিনি। রাস্তায় যেতে যেতেই অফিসের কাজ সারবেন বলে সিদ্ধান্ত নিলেন তরুণী। রাস্তায় এক তরুণ স্কুটার চালাচ্ছেন। স্কুটারের পিছনে বসে রয়েছেন ‘কর্মপ্রেমী’ তরুণী। কখনও মিটিংয়ে ঢুকে পড়ছেন। কখনও আবার কোডিং করতে দেখা যাচ্ছে তরুণীকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘কর্নাটকপোর্টফোলিয়ো_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্কুটারে তরুণ চালকের পিছনে হাতে ল্যাপটপ নিয়ে বসে রয়েছেন এক তরুণী। আরোহীর আসনে বসে ‘কোডিং’ করছেন তিনি। কখনও কখনও আবার মিটিং সেরে ফেলছেন তিনি। ট্র্যাফিক সিগন্যালে তখন লাল বাতি জ্বলে উঠেছে। সিগন্যাল কখন সবুজ হবে, হাতে ল্যাপটপ নিয়ে তার অপেক্ষাই করছেন তরুণী।
ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে। এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ায় সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘লোকজনের আর ব্যক্তিগত সময় বলে কিছু নেই। নাওয়া-খাওয়া ভুলে সব সময় অফিসের কাজেই ডুবে থাকলে ভাল হয় মনে হয়।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বেঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামের সুবিধা উঠিয়েছেন এই তরুণী। সেখানেই এত সময় কেটে যায় যে তরুণী তাঁর অফিসের কাজ অনেকটাই এগিয়ে নিতে পারবেন। হয়তো বর্ষসেরা কর্মীর পুরস্কারও পেয়ে যেতে পারেন তিনি।’’