তেলের পাইপলাইন বিস্তৃত পশ্চিমবঙ্গ থেকে অসম পর্যন্ত। কিন্তু অপরিশোধিত তেলের সেই লাইন থেকে তেল চুরি চক্রের জাল যে আরও অনেক দূর ছড়ানো, সেটা টের পাচ্ছে সিআইডি। মঙ্গলবার রাতে হাওড়ার ডোমজুড় থেকে রশিদ আহমেদ ও মহম্মদ নুর আলম নামে ওই চক্রের আরও দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে মিলেছে ছ’হাজার লিটার অপরিশোধিত তেল। সিআইডি-র ডিআইজি (অপারেশনস) দিলীপ আদক বলেন, ‘‘তেল চুরির ঘটনায় একটি আন্তর্রাজ্য চক্র জড়িত। তদন্তে উঠে এসেছে রাজ্যের বাইরের অপরাধ চক্রের নামও। আমরা কয়েকটি পড়শি রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি।’’