যাত্রী সুরক্ষা ও ট্রেন চলাচলের গতি আরও উন্নত করতে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের উদ্যোগে সেতুর নতুন গার্ডার বসানোর কাজ শুরু হতে চলেছে। সেই গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উন্নয়নের জন্য কাঁকুড়গাছি ও বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী আপ ও ডাউন কর্ড লাইনে ২৩ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। ব্লক চলবে শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত।
পূর্ব রেল সূত্রে খবর, দীর্ঘ দিন ব্যবহারের ফলে বর্তমান গার্ডারগুলির কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। নিরাপত্তার স্বার্থে সেগুলি সরিয়ে আধুনিক ও শক্তিশালী নতুন গার্ডার বসানো হবে। এর ফলে সংশ্লিষ্ট সেতুর কাঠামোগত দৃঢ়তা বাড়বে এবং ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। যা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। যাত্রী অসুবিধার কথা মাথায় রেখেই এই ব্লকটি সপ্তাহান্তে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার সরস্বতী পুজো এবং নেতাজি জয়ন্তী উপলক্ষে সপ্তাহান্তের ছুটি শুরু হয়ে যাচ্ছে। শনি ও রবিবারের পাশাপাশি সোমবার সাধারণতন্ত্র দিবসের সরকারি ছুটি রয়েছে। তাই নিত্যযাত্রী ও অফিসযাত্রীদের উপর প্রভাব তুলনামূলক ভাবে কম পড়বে বলে আশা করছেন রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
কর্ড লাইনে কাজ চলাকালীন শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে সরাসরি চলাচলে বাধা থাকায় যাত্রীদের শিয়ালদহ স্টেশনে ট্রেন বদল করে যাত্রা চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। যে কারণে রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে বুড়বুড়ি–নৈহাটি, নৈহাটি–শিয়ালদহ, মাঝেরহাট–রানাঘাট, ক্যানিং–বারাসত, মাঝেরহাট–হাসনাবাদ, বালিগঞ্জ–শিয়ালদহ সহ বিভিন্ন শাখার বহু ট্রেন।
এ ছাড়াও বেশ কিছু ট্রেনকে ভাঙা পথে চালানো বা আংশিক পথে শেষ ও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু লোকাল শিয়ালদহ উত্তর বা দক্ষিণ শাখায় এসে শেষ হবে, আবার কয়েকটি ট্রেন বারাসত বা দমদম জংশন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। বালিগঞ্জ–ঘুটিয়ারি শরিফ লোকালটি নির্দিষ্ট সময়ে মাজারহাট থেকে যাত্রা শুরু করে মাঝের সকল স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।
রেল কর্তৃপক্ষের বক্তব্য, এই গার্ডার প্রতিস্থাপন কাজ ভবিষ্যতে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে সংশোধিত সময়সূচি ও ট্রেনের তথ্য জানার জন্য ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখে নেওয়ার জন্য। সহযোগিতার জন্য সকল যাত্রীকে ধন্যবাদ জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।