Advertisement
১৮ মে ২০২৪

নাবালিকা খুনে ধৃত এক যুবক

নাবালিকাকে খুনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিয়াজুল গাজি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে পালানোর সময়ে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ধৃত রিয়াজুল গাজি। নিজস্ব চিত্র।

ধৃত রিয়াজুল গাজি। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৮:২০
Share: Save:

নাবালিকাকে খুনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিয়াজুল গাজি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে পালানোর সময়ে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। কিশোরী খুনে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুন বসিরহাটের শাঁকচুড়ো-বাগুন্ডি পঞ্চায়েত এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। ১৯ জুন বাড়ির কাছের একটি পুকুর থেকে তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার পরে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়ে খুন করে চার জন। সেই দলের পান্ডা ছিল ধৃত রিয়াজুল। সে বিবাহিত।

তদন্তকারী পুলিশ অফিসারেরা জানান, ওই নাবালিকা বিবাহিতা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের কয়েক দিন পরেই সে বাড়ি ফিরে আসে। ১৪ জুন দুপুরে মাঠে ছাগল চড়াতে গেলে ওই নাবালিকাকে একটি ঘরে ডেকে নিয়ে যায় রিয়াজুল। সেখানে চার জন তার উপর অত্যাচার চালায়। তারপর খুন করে। নিখোঁজ হওয়ার সময়ে ওই নাবালিকার সঙ্গে মোবাইল ছিল। পুলিশ ওই ফোনটি ট্রাক করে জানতে পারে, অভিযুক্ত রিয়াজুল স্বরূপনগর সীমান্ত এলাকায় তার শ্বশুরবাড়িতে লুকিয়ে রয়েছে। সোমবার রাতে সেখানে গেলেও পুলিশ তাকে ধরতে পারেনি। তবে বুধবার সন্ধ্যায় সে যখন ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল তখন তাকে ফাঁদে ফেলে গ্রেফতার করে পুলিশ।

ঋণ মেলা। বাদুড়িয়া পুরসভা হলে হয়ে গেল ঋণ মেলা এবং সচেতনতা শিবির। সম্প্রতি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে আয়োজিত ওই মেলায় এলাকার ৯৪ জনকে মোট ৬০ লক্ষ ৯৯ হাজার টাকা ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক বিশ্বাস, বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহ, জয়ন্ত সেন এবং রফিকুল হাসান-সহ অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

death case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE