Advertisement
০৮ মে ২০২৪

বধূকে খুনের অভিযোগে মারামারি, আহত ১০

মারধর করে গলায় বিষ ঢেলে দিয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগ ঘিরে শনিবার সকালে তেতে ওঠে হাড়োয়ার খাড়ুবালা গ্রাম। বাড়তি পণ না মেলায় স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা মুসলিমা খাতুন (২৭) নামে ওই বধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর বাপেরবাড়ির লোকেরা।

নিজস্ব সংবাদদাতা
হাড়োয়া শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০০:৩৪
Share: Save:

মারধর করে গলায় বিষ ঢেলে দিয়ে এক গৃহবধূকে খুনের অভিযোগ ঘিরে শনিবার সকালে তেতে ওঠে হাড়োয়ার খাড়ুবালা গ্রাম। বাড়তি পণ না মেলায় স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা মুসলিমা খাতুন (২৭) নামে ওই বধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন তাঁর বাপেরবাড়ির লোকেরা। দু’পক্ষের মারামারি বাধে। জখম হন অন্তত ১০ জন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। দু’পক্ষই থানায় অভিযোগ জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে দেগঙ্গার গাংনিয়া গ্রামের বাসিন্দা দোলরুদ্দিন শেখের মেয়ে মুসলিমার বিয়ে হয় হাড়োয়ার খাড়ুবালা গ্রামের সাহাদাদ মোল্লার ছেলে এফতারের সঙ্গে। দম্পতির দু’টি সন্তান। অভিযোগ, বিয়েতে এফতারের চাহিদা মতো টাকা এবং গয়না-সহ অন্যান্য জিনিসপত্র দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আরও টাকার দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা মুসলিমার উপরে নির্যাতন করতেন। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশি হলেও সমস্যা মেটেনি। শনিবার গোলমালের সময়ে সাহাদাদের বাড়ি ভাঙচুর এবং লুঠপাটের অভিযোগ ওঠে মুসলিমার পরিবারের লোকজনের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

মুসলিমার ভাই তোরাপ মোল্লা বলেন, ‘‘শনিবার সকালে লোকের মুখে খবর পাই বোন বিষ খেয়েছে। কিন্তু গিয়ে শুনি, অতিরিক্ত মারধরের জন্যই বোনের মৃত্যু হয়েছে। এরপরই তাঁর মুখে বিষ ঢেলে দেওয়া হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE