রেলবস্তিতে বিধ্বংসী আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। বুধবার বিকেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে রেলবস্তিতে। তার জেরে ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাবড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের এস পাম্পের পিছনে রেলবস্তিতে আগুন লাগে। খুব দ্রুত ওই আগুন বস্তির প্রায় ৫০টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার আধ ঘণ্টা পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে। তার জেরে দুর্ভোগে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা।
আরও পড়ুন:
-
সিআইডি তদন্ত করুক, তবে সিবিআই কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না: লালন মামলায় হাই কোর্ট
-
ইডির এক্তিয়ার নিয়েই এ বার আদালতে প্রশ্ন তুললেন পার্থ, জবাব দিতে সময় চাইলেন তদন্তকারীরা
-
‘বার বার একই বিষয় তুলবেন না’! বিলকিসের দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
-
‘মেসিই নায়ক’ থেকে ‘মেসির নায়ক’! লিয়োর স্বপ্নপূরণে ১০ বছরের সঙ্গী আলভারেস
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘আগুন লেগেছে রেললাইন সংলগ্ন এলাকায়। সেই কারণে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিবে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে।’’ আগুন যাতে আর না ছড়িয়ে পড়ে প্রাথমিক ভাবে তার চেষ্টা করছে দমকল।