ওজন কমাতে যোগব্যায়াম শিখতে শুরু করেছিল সে। সেই যোগব্যায়ামেই আন্তর্জাতিক স্তরে সফল হয়ে সোনা আনল এগারো বছরের পৌষানী।
সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত এশিয়ান যোগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে দত্তপুকুরের পৌষানী সাহা। তার সাফল্যে খুশি প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পরিচিতেরা। সাফল্য ধরে রাখতে সাহায্যের আশ্বাস দিয়েছে বারাসত ১ ব্লক প্রশাসন।
দত্তপুকুর ১ পঞ্চায়েতের দত্তপুকুর গ্রামের বাসিন্দা পল্লব ও চৈতালি সাহার বড় মেয়ে পৌষানী। ষষ্ঠ শ্রেণির পড়ুয়া পৌষানীর ছোটবেলা থেকেই বয়সের তুলনায় ওজন বেশ বেশি ছিল। তবে খেলাধুলার প্রতি ঝোঁক ছিল তার। ওজন কমাতে মেয়েকে স্থানীয় একটি ক্লাবে যোগব্যায়াম শিক্ষা কেন্দ্রে ভর্তি করেন শিক্ষক দম্পতি। মন দিয়ে যোগব্যায়ামের কৌশলগুলি রপ্ত করে প্রশিক্ষকের নজর কাড়ে সে। ধাপে ধাপে জেলা থেকে রাজ্য এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে পৌষানী। বেশ কয়েকবার সফলও হয়। তারপরেই সে নামে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায়।
জানুয়ারির ৭-৯ তারিখ পর্যন্ত সিঙ্গাপুরে এশিয়ান যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অনূর্ধ্ব ১৪ স্তরে যোগ দিয়ে পৌষানী প্রথম স্থান অধিকার করে সোনার মেডেল জিতে নেয়। এমন সাফল্যের পরে পৌষানীর প্রতিক্রিয়া, ‘‘পদক পেয়ে খুবই ভাল লাগছে। এই পদক ভবিষ্যতে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে।’’ মেয়ের সাফল্যে খুশি পৌষানীর মা-বাবাও। তাঁরা বলেন, ‘‘ওজন কমাতে যোগাসন শিখতে শুরু করে মেয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কার নিয়ে আসবে তা ভাবিনি।’’
পৌষানীর সাফল্যের খবর পেয়ে শুভেচ্ছা জানাতে যান বারাসত ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি। তিনি বলেন, ‘‘পৌষানী আমাদের গর্ব। ওর সাফল্যের ধারাবাহিকতা যাতে থেমে না যায়, সে জন্য সব রকম সহযোগিতা আমরা করব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)