Advertisement
E-Paper

তৃণমূলের পাল্লা ভারী হচ্ছে স্বরূপনগরের পঞ্চায়েতে, জয়ী নির্দল সদস্য যোগ দিলেন জোড়াফুল শিবিরে

তৃণমূলের পাল্লা ক্রমশই ভারী হচ্ছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতে। মঙ্গলবার এক জয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। যদিও ম্যাজিক ফিগারে পৌঁছয়নি শাসকদল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৮:০৪
An independent member joins TMC at Swarupnagar of North 24 Parganas

সাংবাদিক বৈঠকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস।

তৃণমূলের পাল্লা ক্রমশই ভারী হচ্ছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের চারঘাট পঞ্চায়েতে। মঙ্গলবার এক জয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। যদিও ওই পঞ্চায়েত দখল করতে এখনও আরও এক জনের সমর্থন প্রয়োজন রাজ্যের শাসকদলের।

তৃণমূলে যোগ দিয়েছেন ওই পঞ্চায়েতের পাতুয়া গ্রামের জয়ী এক নির্দল সদস্য। মঙ্গলবার মিজানুর খান নামে ওই জয়ী নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। মিজানুর বলেন, ‘‘গ্রামের সার্বিক উন্নয়নের স্বার্থে আজ তৃণমূলে যোগ দিলাম।’’

মোট ২৪টি আসন রয়েছে চারঘাট পঞ্চায়েতে। তার মধ্যে তৃণমূলের দখলে ১১টি আসন। বিজেপি পেয়েছিল ছ’টি আসন। সিপিএম পায় তিনটি আসন এবং কংগ্রেস একটি আসনে জয়ী হয়। এ ছাড়া তিন নির্দল প্রার্থীও জয়ী হয়েছিলেন। তিন জয়ী নির্দল সদস্যের মধ্যে এক জন তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১২। যদিও ম্যাজিক ফিগার থেকে এখনও একটি আসন দূরে তারা। ফলে ওই পঞ্চায়েত এখনও ত্রিশঙ্কু অবস্থানেই রয়েছে। তৃণমূল নেতা বিশ্বজিতের অবশ্য বক্তব্য, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষ আমাদের কাছে আসতে চাইছেন। বোর্ড গঠনের আগে স্বচ্ছ ভাবমূর্তি দেখে আমরা আরও কয়েক জনকে নিয়ে নেব।’’

Independent Candidate TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy