Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Helmet

হেলমেট নিয়ে পড়ুয়াদের পরামর্শ

শুক্রবার থেকে জেলা পুলিশের তরফে বনগাঁয় শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০১:২১
Share: Save:

অনেক সময়ই ব্যস্ততার কারণে বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনোর সময়ে বাবা-কাকারা হেলমেট নিতে ভুলে যান। এ ভাবে বিপদের ঝুঁকি থেকেই যায়। দুর্ঘটনায় মৃত্যু বা জখমের ঘটনা ঘটে। মাথায় হেলমেট থাকলে বিপদের আশঙ্কা অনেক কম থাকে। হেলমেট নিয়ে সচেতন করতে এ বার স্কুলের ছেলেমেয়েদের পরামর্শ দিল বনগাঁ থানার পুলিশ। বাবারা হেলমেট নিতে ভুলে গেলেও তারা যেন তা মনে করিয়ে দেয়— এমনটাই বলা হল তাদের। শুক্রবার থেকে জেলা পুলিশের তরফে বনগাঁয় শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি। এ দিন সকালে বনগাঁ শহরে ত্রিকোণ পার্ক এলাকা থেকে পদযাত্রার মাধ্যমে ওই কর্মসূচি শুরু হয়। সূচনা করেন বনগাঁর পুলিশ সুপার তরুণ হালদার। পুলিশ কর্তা, পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, জনপ্রতিনিধি, স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা পদযাত্রায় সামিল হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Helmet Bangaon Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE