Advertisement
E-Paper

আজ শুরু মাধ্যমিক

জেলার ১২টি ‘স্পর্শকাতর’ স্কুেল সিসি ক্যামেরা। পরীক্ষাকেন্দ্রে যে সব শিক্ষক ‘গার্ড’ দিতে যাবেন তাঁদের সঙ্গে মোবাইল ফোন থাকবে না।

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৫৬
শেষ বেলার প্রস্তুতি।-বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

শেষ বেলার প্রস্তুতি।-বনগাঁয় তোলা নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনা

• মোট পরীক্ষার্থী: ১ লক্ষ ২ হাজার ৮৩৭ জন

• ছাত্র: ৪৬ হাজার ৯৬৭ জন।

• ছাত্রী: ৫৫ হাজার ৮৭০।

• মূল পরীক্ষাকেন্দ্র: ৯৬

• উপ পরীক্ষাকেন্দ্র: ২২৬

প্রশাসনিক ব্যবস্থা

• জেলার প্রতিটি থানায় সশস্ত্র পুলিশের দল। তারা প্রশ্নপত্র ও উত্তরপত্রের দায়িত্বে থাকবে।

• প্রতিটি পরীক্ষাকেন্দ্রে একজন পুরুষ ও একজন মহিলা কনস্টেবল থাকবেন।

• চারটি পরীক্ষাকেন্দ্র নিয়ে পুলিশের মোবাইল টহল।

• পরীক্ষাকেন্দ্রের সামনে ফটোকপির দোকান ও মাইক বন্ধ রাখতে হবে।

‘‘মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠ ভাবে চালাতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।’’

ভাস্কর মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার

দক্ষিণ ২৪ পরগনা

• মোট পরীক্ষার্থী: ৮৫ হাজার ৫৫৮ জন

• ছাত্র: ৩৭ হাজার ৩৯৩ জন।

• ছাত্রী: ৪৮ হাজার ১৬৫।

• মূল পরীক্ষাকেন্দ্র: ১৩১

• উপ পরীক্ষাকেন্দ্র: ৫৫।

প্রশাসনিক ব্যবস্থা

• জেলার ১২টি ‘স্পর্শকাতর’ স্কুেল সিসি ক্যামেরা।

• পরীক্ষাকেন্দ্রে যে সব শিক্ষক ‘গার্ড’ দিতে যাবেন তাঁদের সঙ্গে মোবাইল ফোন থাকবে না।

• যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন রাস্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

• পর্যাপ্ত বেসরকারি বাসকে রাস্তায় নামতে বলা হয়েছে।

‘‘গোলমাল এড়াতে জেলার ১২টি স্কুলে সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে।’’

অজিত নায়েক, মধ্যশিক্ষা পর্ষদের দক্ষিণ ২৪ পরগনা জেলা আহ্বায়ক

Madhyamik Examination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy