Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Panchayat Poll 2018

বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ৭ জন

গত দু’দিন ধরে ওই এলাকায় দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার ইত্যাদি টাঙানো নিয়ে দু’দলের মধ্যে গন্ডগোল বেধেছে। অভিযোগ, এ দিন বিজেপি তাদের পতাকা-ব্যানার ইত্যাদি টাঙাতে গেলে বাধা দেয় তৃণমূল।

আহত: বিজেপি কর্মী। গোসাবাতে। নিজস্ব চিত্র

আহত: বিজেপি কর্মী। গোসাবাতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গোসাবা শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১৪:২৭
Share: Save:

দলীয় পতাকা, ফেস্টুন টাঙানো নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম হলেন উভয় পক্ষের ৭ জন। রবিবার ঘটনাটি ঘটেছে গোসাবার বিপ্রদাসপুরের মন্মথপুরে। তদন্ত শুরু হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ সূত্রের খবর, গত দু’দিন ধরে ওই এলাকায় দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার ইত্যাদি টাঙানো নিয়ে দু’দলের মধ্যে গন্ডগোল বেধেছে। অভিযোগ, এ দিন বিজেপি তাদের পতাকা-ব্যানার ইত্যাদি টাঙাতে গেলে বাধা দেয় তৃণমূল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বচসা থেকে মারামারিও হয়। দু’পক্ষেরই ৭ জন জখম হন। বিজেপি-র পতাকা, ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনার পরে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মারধরও করা হয়।

জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রতিশ্রুতি দেবনাথ বলেন, আমাদের কর্মীরা দলীয় ফ্ল্যাগ, ফেস্টুন টাঙাতে গেলে তৃণমূল বাধা দেয়। আমাদের ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেয়। ওরা জানে, এ বার গোসাবার বিভিন্ন পঞ্চায়েত ওদের হাতছাড়া হবে। সেই কারণে ওরা আমাদের কর্মীদের মারধর করছে, ফেস্টুন ছিঁড়ছে।

গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর অবশ্য বলেন, ‘‘আসলে ওদের পাশে মানুষ নেই। তাই আরএসপি, সিপিএম, কংগ্রেস, বিজেপি মিলে রামধনু জোট হয়েছে। ওরাই পরিকল্পিত ভাবে তৃণমূল কর্মীদের উপরে আক্রমণ করছে। এলাকা দখল করতে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE