Advertisement
১১ মে ২০২৪
Electrified

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মা, বনগাঁয় মৃত্যু মা-ছেলের

বনগাঁর পুর এলাকার ট-বাজার এলাকার বাসিন্দা তপন অধিকারী, তাঁর স্ত্রী মিতা অধিকারী (৪৮) এবং ছেলে ঋষভ অধিকারী(২৫)।

মিতা এবং ঋষভ।

মিতা এবং ঋষভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৬:৪১
Share: Save:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা এবং ছেলের মৃত্যু হল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। এই ঘটনা ঘটেছে শুক্রবার সকালে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
বনগাঁর পুর এলাকার ট-বাজার এলাকার বাসিন্দা তপন অধিকারী, তাঁর স্ত্রী মিতা অধিকারী (৪৮) এবং ছেলে ঋষভ অধিকারী(২৫)। শুক্রবার সকালে বাড়ির জামা-কাপড় টাঙানোর জিআই তারে ভুলবশত হাত দিয়ে ফেলেন ঋষভ। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঋষভকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁর মা ছুটে গিয়েছিলেন। কিন্তু ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিতাও।

গুরুতর আহত অবস্থায় তাঁদের দু’জনকে নিয়ে যাওয়া হয়েছিল বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঋষভের বাবা তপন অধিকারী বলেছেন, ‘‘বিদ্যুতের তারে গোলমালের কারণে বাড়ির বিভিন্ন অংশ ইলেক্ট্রিফায়েড হয়ে যায়। ছেলের হাত পড়ে যাওয়ায় ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ওকে ছাড়াতে গিয়ে আমার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bongaon Electrified
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE