বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। মঙ্গলবার এই ঘটনায় শোকের ছায়া দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার ১৫ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃতের নাম দেবজ্যোতি ধর।
স্থানীয় সূত্রে খবর, কোদালিয়া প্রসঙ্গবঙ্গ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র দেবজ্যোতি মঙ্গলবার দুপুরে বাড়িতেই ছিল। ইলেকট্রিক ওজন মেশিনে চাল ওজন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
জানা গিয়েছে, দেবজ্যোতির বাবা কালাচাঁদ ধরের একটি ভুসিমালের দোকান রয়েছে। বাড়ির লাগোয়া দোকানে বাবাকে কাজে সাহায্য করছিল ছেলে। তখনই এই দুর্ঘটনা। পরিবারের সদস্যেরা জানান, ইলেকট্রিক ওজন মেশিনে চাল ওজন করছিল দেবজ্যোতি। সেই সময় পাশের ঘরে পুজো করছিলেন মা মুনমুন ধর। পুজো শেষ করে ছেলের ঘরে গিয়ে তিনি দেখেন সে মাটিতে পড়ে রয়েছে। মুনমুনের চিৎকার-চেঁচামেচিতে ছুটে যান সকলে। বালককে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা দেবজ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন।
এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা। প্রতিবেশীরা জানান, শান্ত স্বভাবের ছেলে ছিল দেবজ্যোতি। পড়াশোনাতেও খুব ভাল। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওজন মেশিনটি বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হবে। বিদ্যুৎ সংযোগের ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।